ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সেনা সদস্যদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
সেনা সদস্যদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ

ঢাকা: সশস্ত্র বাহিনীতে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত অফিসার ও অন্যান্য পদবীর পরিবারবর্গ এবং অসামরিক ব্যক্তিবর্গের নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকাল নয়টায় রাজধানীর সেনামালঞ্চে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের আইডিইএ (স্মার্টকার্ড) প্রকল্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এনডিসি, পিএসসি অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রস্তুতের কাজ শুরু হয় এবং সরকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে ল্যামিনেটিং জাতীয় পরিচয়পত্র এবং পরবর্তীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম ২০১৫ সালে শুরু হয়। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্প গত ২৯ আগস্ট ২০২১ হতে ০৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ঢাকা সেনানিবাসের “সেনাকুঞ্জে” সশস্ত্র বাহিনীতে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত অফিসার ও অন্যান্য পদবীর পরিবারবর্গ এবং অসামরিক ব্যক্তিবর্গের নতুন জাতীয় পরিচয় পত্র নিবন্ধন কার্যক্রম শুরু করেন।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রাণের আবেগের সাথে এই স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র সম্পৃক্ত। আয়কর দাতা শনাক্তকরণ নম্বর (TIN) প্রাপ্তি, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন, পাসপোর্ট  প্রাপ্তি ও নবায়ন, চাকরির জন্য আবেদন, কোভিড-১৯ ভ্যাকসিনের রেজিস্ট্রেশনসহ ইত্যাদি কাজে স্মার্ট এনআইডি কার্ডের ব্যবহারের করা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) ২য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের এনডিসি, পিএসসি, পিঞ্জি । এছাড়া আরও উপস্থিত ছিলের ইলেকট্রোনিক ভোটিং ম্যেশিন (ইভিএম) প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল মো. কামাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৯২১ জন ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
ইইউডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।