ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তীব্র স্রোতে তলিয়ে গিয়ে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম বাঁধন আকদ (১৯)।

নিহত বাঁধন আকদ উপজেলার দণি কষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দর ছেলে এবং ফুলবাড়ী বিএম ইন্সটিটিউটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর ছোট যমুনা নদীর মাদ্রাসা ঘাট থেকে থেকে ২ কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে ওই ঘাটে তীব্র স্রোতে তলিয়ে যায়।  

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে কলেজ থেকে বাড়িতে ফিরে কয়েক বন্ধু মিলে ছোট যমুনা নদীর মাদ্রাসা ঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে। এর কিছুক্ষণ পর তীব্র স্রোতে বাঁধন তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও উপজেলা ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে। বিকেলে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে ঘটনাস্থল থেকে ২ কিলো দূরে বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ উদ্ধার করে।  

পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।