ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘ব‌রিশাল জেনা‌রেল হাসপাতাল অবহেলিত ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
‘ব‌রিশাল জেনা‌রেল হাসপাতাল অবহেলিত ’ ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল সদর আস‌নের সংসদ সদস্য জা‌হিদ ফারুক ব‌লে‌ছেন, ব‌রিশাল জেনা‌রেল হাসপাতাল একদমই অবহেলিত হ‌য়ে গে‌ছে। এখা‌নে যে চি‌কিৎসকরা আছেন, তা‌দের হয়‌তো পু‌রো‌নো বি‌ল্ডিংয়ের ওপর মায়া না থাকায় হাসপাতা‌লের এ অবস্থা।

বৃহস্প‌তিবার (৭ অক্টোবর) দুপু‌রে ব‌রিশাল জেনা‌রেল হাসপাতা‌লের কনফা‌রেন্স রু‌মে ব্যবস্থাপনা ক‌মি‌টির নিয়‌মিত সভায় এসব কথা ব‌লেন প্রতিমন্ত্রী।

তি‌নি ব‌লেন, জেনা‌রেল হাসপাতালের ম্যানেজ‌মেন্ট নি‌য়ে ব‌রিশাল বাসীর স‌ন্দেহ র‌য়ে‌ছে। এটা ঠিক ভা‌বে চল‌ছে না, প‌রিষ্কার প‌রিচ্ছন্নতার ঠিক নেই, ডাক্তা‌রের কম‌তি আছে। রোগী‌দের ঠিকমতো চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে না। এখানে প্রতি সপ্তা‌হে মি‌টিং হওয়া দরকার।  আমি  চেষ্টা কর‌বো এ হাসপাতাল যেন মানসম্মত হয়, এ হাসপাতাল থে‌কে যা‌তে জনগণ উপকৃত হয় এবং জনগণ যেন স‌ঠিক সেবা পায় সে ব্যবস্থা কর‌তে।

সভায় অন্যান্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন- ব‌রিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার, সি‌ভিল সার্জন ডা. ম‌নোয়ার হো‌সেন, জেনা‌রেল হাসপাতা‌লের আরএমও মলয় কৃষ্ণ বড়ালসহ হাসপাতাল ব্যবস্থা ক‌মি‌টির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অ‌ক্টোবর ০৭, ২০২১
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।