ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের খনন সম্পন্ন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের খনন সম্পন্ন কর্ণফুলী টানেল

ঢাকা: চট্টগ্রামের কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে এ  তথ্য নিশ্চিত করেছে ঢাকার চীনা দূতাবাস।

জানা গেছে, চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) লিমিটেড কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের (সুড়ঙ্গ) খনন কাজ শেষ করেছে। বৃহস্পতিবার বোরিং মেশিন দিয়ে এ কাজ সম্পন্ন করা হয়।

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শুরু হয়। এ টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩০০ কোটি টাকা। ২০২২ সালে এ টানেল চালু হবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ৭ অক্টোবর, ২০২১
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।