ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ স্ট্যান্ডে ট্রাক চাপায় শিউলি খাতুন (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিউলি ওই উপজেলার বারইপাড়া গ্রামের লিমন হোসেনের মেয়ে।

জানা গেছে, রাতে ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে চড়ে শিউলি যশোর থেকে গ্রামে ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শিউলি রাস্তায় ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।