ঢাকা: বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী ১১ অক্টোবর থেকে এ টিকা সনদ কার্যকর হবে।
শুক্রবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।
যুক্তরাজ্য সরকারের টিকা তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। ১১ অক্টোবর ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে নেওয়া টিকা সনদ কার্যকর হবে।
আগামী ১১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর ১০ দিন হোটেল কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। যুক্তরাজ্যে প্রবেশে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
টিআর/এসআই