ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিল যুক্তরাজ্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিল যুক্তরাজ্য

ঢাকা: বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী ১১ অক্টোবর থেকে এ টিকা সনদ কার্যকর হবে।

 

শুক্রবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

যুক্তরাজ্য সরকারের টিকা তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। ১১ অক্টোবর ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে নেওয়া টিকা সনদ কার্যকর হবে।

আগামী ১১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর ১০ দিন হোটেল কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। যুক্তরাজ্যে প্রবেশে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
টিআর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।