ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শিশুসহ ৭ জনকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
শিশুসহ ৭ জনকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

হবিগঞ্জ: পরপর ছয়টি মেয়েকে ধর্ষণের পর টাকা দিয়ে অপরাধ আড়াল করার অভিযোগ ছিল ৬০ বছরের বৃদ্ধ ছালাম উল্লার বিরুদ্ধে। এবার এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাতে বাহুবল মডেল থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। ওই বৃদ্ধের বাড়ি বাহুবল উপজেলার সম্ভুপুর গ্রামে।  

বাহুবল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর মা-বাবা ঘরে না থাকার সুযোগে সম্ভুপুর আশ্রয়ণ প্রকল্পের আট বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান ছালাম উল্লা। খবর পেয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ওই রাতেই মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, মামলা দায়েরের পর থেকে ছালাম উল্লা পালিয়ে ছিলেন। বুধবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশের একটি দল ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যোগাযোগ করা হলে বাহুবলের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার বলেন, মেয়েটির বাবা বুদ্ধি প্রতিবন্ধী ও অস্বচ্ছল। তাই মুজিববর্ষ উপলক্ষে ভবানীপুর আশ্রয়ণ প্রকল্পে তাকে একটি ঘর দেওয়া হয়েছিল।  

তিনি আরও বলেন, এর আগে ছালাম উল্লার বিরুদ্ধে আরও ছয়টি মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতনের শিকার মেয়েদের পরিবারকে টাকা-পয়সা দিয়ে অপরাধ আড়াল করেছেন ওই বৃদ্ধ।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।