ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন রিয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন রিয়াজ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের করার সময় গলাকেটে হত্যার চেষ্টায় গুরুতর আহত অটোরিকশা চালক মো. রিয়াজ উদ্দিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর)  বিকেলে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় রিয়াজ মারা যান।

রিয়াজ উদ্দিন ওই উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তারেক হাসান বাচ্চু পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানায়, বুধবার রাত ১২ টার পর উপজেলার জৈনা বাজার বাসস্ট্যান্ড থেকে দু'জন যাত্রী নিয়ে যাচ্ছিলেন রিয়াজ। উপজেলার যোগীরসিট গ্রামের সিপি পোল্ট্রি সামনে পৌঁছালে ওই যাত্রীরা তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় রিয়াজ বাধা দিলে দু'জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে গলায় ও পিঠে আঘাত করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অটোরিকশা ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার অবস্থার অবনতি দেখে মমেক হাসপাতালে নিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুর দুইটার সময় তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় যুবক মোর্শেদ আলম বলেন, ঘটনার পরপরই জাতীয় সেবা সুরক্ষা নাম্বার ৯৯৯ নম্বরে ফোন দিলে রাতেই প্রথমে ভালুকা থানা পুলিশ ও পরবর্তীতে শ্রীপুর থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল হক বলেন, ভালুকা থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত জব্দ করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

গলাকাটা আহত যুবককে বাঁচালো পুলিশ!

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।