সিলেট: সিলেট নগরে প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎহীন ছিল অর্ধশতাধিক এলাকা। এতে ভোগান্তিতে পড়েন ওসব এলাকার লক্ষাধিক গ্রাহক।
শুক্রবার (০৮ অক্টোবর) সকাল থেকে অন্তত ৬৬টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, জরুরী মেরামত কাজের জন্য শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
তিনি বলেন, নগরের উপকণ্ঠ কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্রের ৩৩ কেভি টি-১ পাওয়ার ট্রান্সফর্মারের আইসোলেটরের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। এ জন্য ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্র এবং ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ছিল।
এলাকাগুলোর মধ্যে রয়েছে- নগরের শাহজালাল উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপাড়, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মীরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি, টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ি, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, দুর্গাবাড়ি, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক এবং জেলরোড এলাকা এর আওতায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনইউ/এনএইচআর