ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আশ্রয়ণ প্রকল্পের ঘরে নারীর মৃতদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
আশ্রয়ণ প্রকল্পের ঘরে নারীর মৃতদেহ 

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে ছামিরন বেওয়া (৫৫) নামে এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের লাউচাপড়ার আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ছামিরন মৃত নেহাল মিয়ার স্ত্রী। তাদের কোনো সন্তান নেই। ভূমিহীন হওয়ায় প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর বরাদ্দ পেয়েছিলেন তিনি।  

বকশীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, রাতে এক বা একাধিক দুর্বৃত্ত ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে দেহের বিভিন্ন জায়গায় আঘাত করলে ঘটনাস্থলেই ছামিরন মারা যান। পরে পেছনের জানালা কেটে পালিয়ে যান তারা। ভোরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানায়  পুলিশ।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।