ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাতে ভেসে গেল ভাটিয়াপাড়ার ২৫ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
রাতে ভেসে গেল ভাটিয়াপাড়ার ২৫ দোকান

গোপালগঞ্জ: এক রাতেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারের অন্তত ২৫টি দোকান মধুমতির গর্ভে বিলীন হয়ে গেছে।  

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে এ ভাঙন শুরু হয়।

কিছু বুঝে ওঠার আগেই বাজারের অন্তত ২৫ দোকান ভেঙে নদীতে হারিয়ে যায়। ব্যবসায়ী ও স্থানীয়রা শত চেষ্টা করেও ভাঙন রোধ করতে পারছেন না। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন দোকান মালিকরা।  

এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি প্রশাসন। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে মধুমতি নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে এ ভাটিয়াপাড়া বাজার। এর আগে বেশ কয়েকবার ভাঙনের শিকার হয়েছেন এ বাজারের ব্যবসায়ীরা। বিগত ১০ বছর আগে ভাঙন কবলিত এলাকায় নদীর পাড় ব্লক দিয়ে বাঁধাই করা হয়। কিন্তু সম্প্রতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে
পুনরায় ভাঙন শুরু হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

ভা‌টিয়াপাড়া বাজার স‌মি‌তির সভাপ‌তি জা‌হিদুর রহমান দাবি ক‌রে‌ছেন, ভাঙনে দোকান ঘর, মালামাল ও জ‌মিসহ অন্তত ২০ কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়েছে। অ‌নেক ব্যবসায়ী সব কিছু হা‌রি‌য়ে সর্বস্বান্ত হ‌য়ে গে‌ছেন।

কা‌শিয়ানী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় জা‌নি‌য়ে‌ছেন, হঠাৎ ক‌রেই ভা‌টিয়াপাড়া বাজা‌রের নদী সংক্ষরণ বাঁধে ভাঙন শুরু হ‌য়ে‌ছে। এ‌তে মুহূ‌র্তেই ২০/২৫টি দোকান নদীগর্ভে বি‌লীন হ‌য়ে গে‌ছে। এক‌টি মস‌জিদসহ আ‌রো বেশ কিছু দোকানঘর ভাঙনের মু‌খে র‌য়ে‌ছে। পা‌নি উন্নয়ন বোর্ড ভাঙন থে‌কে জিও ব্যাগ ফেল‌ছে। আমরা চেষ্টা কর‌ছি ভাঙন রো‌ধেন।  

তি‌নি আ‌রো জানান, ক্ষ‌তিগ্রস্ত‌দের তা‌লিকা ও ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ নির্ণ‌য়ে কাজ করা হ‌চ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।