ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকে লেগে হাত কেটে রাস্তায় পড়ল বাকৃবি অধ্যাপকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
ট্রাকে লেগে হাত কেটে রাস্তায় পড়ল বাকৃবি অধ্যাপকের 

ময়মনসিংহ: বাসে করে শেরপুর যাওয়ার পথে জানালায় হাত রেখেছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহকারী অধ্যাপক মো. হাসান মোর্শেদ। হঠাৎ একটি ট্রাক আর বাসটির মাঝখানে চাপা খেয়ে হাতটি কেটে রাস্তায় পড়ে যায় তার।

 

হাসান মোর্শেদ বাকৃবির পশুপালন অনুষদের সহকারী অধ্যাপক।  

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৮ অক্টোবর) এ তথ‍্য নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, আহত হাসান মোর্শেদ বাকৃবি থেকে আদিল পরিবহনের বাসে করে শেরপুর যাচ্ছিলেন। এ সময় অসাবধানতায় তার ডান হাতটি জানালার বাইরে ছিল। ওই সময় শেরপুর থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে চাপা লেগে হাতটি কেটে রাস্তার পাশে পড়ে যায়।  

বিষয়টি টের পেয়ে চালক বাসটি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে পালিয়ে যান। পরে বাসযাত্রীরা আহত শিক্ষককে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার তাকে উন্নত চিকিৎসার জন‍্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সময় পুলিশ হাতের বিচ্ছিন্ন অংশ সংগ্রহ করে শিক্ষকের সঙ্গে দিয়ে দেয়।

এ বিষয়ে বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, বর্তমানে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে আছেন। তার অস্ত্রপ্রচার হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।