বরিশাল: বরিশাল নগরীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রিনা বেগম (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সিএন্ডবি রোড থেকে নথুল্লাবাদ দিকে যাচ্ছিলো একটি সিএনজি। এসময় রাস্তা পার হওয়ার সময় সিএনজির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রিনা।
রিনা লুৎফর রহমান সড়কের বাসিন্দা ও সালাম হাওলাদারের স্ত্রী।
নিহতের লাশ শেবাচিম হাসপাতালের মর্গে আছে। সুরতাহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, বৃহস্পতিবার রাতে সিএনজির চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সিএনজি চালককে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, রিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এমএস/এনএইচআর