ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
বংশালে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ জব্দ সাত হাজার পিস ইয়াবা

ঢাকা: রাজধানীর বংশাল থানা এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ জুয়েল হোসেন নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরের দিকে ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ফজলুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে বংশালের সৈয়দ নজরুল ইসলাম সরণী এলাকায় মোটরসাইকেলসহ ইয়াবা বিক্রির জন্য একজন অবস্থান করছেন— এমন গোপন তথ্যের ভিত্তিতে সে সময় সেখানে অভিযান চালিয়ে মাদকবিক্রেতা জুয়েলকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩৫টি প্যাকেটে থাকা সাত হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সঙ্গে থাকা মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। জুয়েলের নামে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে ২০১৯ সালেও জুয়েল গেণ্ডারিয়া থানায় মাদকসহ গ্রেফতার হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।