ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দাদন চাওয়ায় জেলেকে ছুরিকাঘাত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
দাদন চাওয়ায় জেলেকে ছুরিকাঘাত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় দাদনের টাকা চাওয়ায় ফাইজুল নামে এক জেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ফাইজুল পাথরঘাটা উপজেলার বড় টেংরা এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় ফাইজুলকে উদ্ধার করতে গিয়ে আহত হন আব্দুল হক নামে আরও একজন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় টেংরা বন বিভাগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- বড় টেংরা এলাকার মোস্তাফা এবং মোস্তফার বাবা আ. খালেক।

ছুরিকাহত ফাইজুল বাংলানিউজকে বলেন, আ. খালেকের ট্রলারে মাছ ধরেন তার ছোটভাই ফেরদৌস। এজন্য ফেরদৌসকে ৪ হাজার ৫০০ টাকা দাদন দেওয়ার কথা। কিন্তু ইলিশ মৌসুম শেষ হলেও দাদনের ৫০০ টাকা এখনও পরিশোধ করেনি খালেক। এছাড়াও ট্রলারে মাছ ধরার পর যে টাকা আয় হয়েছে তাতেও কম দেওয়া হয়েছে ফেরদৌসকে।

ফাইজুল আরো বলেন, সন্ধ্যায় দাদনের টাকা পরিশোধ না করার পাশাপাশি ট্রলার থেকে আয় হওয়া টাকা কম দেওয়া কারণ জানতে চাইলে আ. খালেকের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। এসময় খালেক তার ছেলে মোস্তফাকে ফোন করে ডেকে আনলে মোস্তফা এসেই আমাকে ছুরিকাঘাত করেন।  

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে বলেন, বিষয়টি আমরা ইতোমধ্যেই অবগত হয়েছি। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।