ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র সচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র সচিব

কক্সবাজার: কক্সবাজারে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে দুদিনের সফরে কক্সবাজার এসেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। শুক্রবার (৮ অক্টোবর) সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি কক্সবাজার এসেছে।

 

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাক্যাম্পে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার কারণ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কোনো মহলের প্ররোচনা রয়েছে কিনা সেদিকেও নজর রাখছে সরকার।

এছাড়াও নোয়াখালীর ভাসানচরে অবস্থিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার চুক্তি সম্পাদনের আগে বোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি এবং সম্প্রতি সংগঠিত রোহিঙ্গা নেতা মুহিবউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কেকে জানতে কক্সবাজার এসেছেন বলেও জানান তিনি।

প্রতিনিধি দলে পররাষ্ট্র দপ্তরের মহাপরিচালক মো.আলীমুজ্জামানসহ অন্যান্যরাও রয়েছেন।  

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পর সরকার বিদেশি রাষ্ট্রগুলোর চাপে রয়েছে। বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করা হয়েছে। বিদেশি চাপ সামলাতে নানা ধরনের পদক্ষেপও নিয়েছে সরকার।  

মুহিবুল্লাহ হত্যার পর হত্যাকারীদের গ্রেফতারে সরকার সচেষ্ট। এরই মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ক্যাম্পের আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী বাড়ানো হয়েছে। একইসঙ্গে পররাষ্ট্র সচিবও ক্যাম্পে পরিদর্শন করছেন।  

এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসবি/এসআইএস
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।