ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এমদাদুল হক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার বরুয়াই গ্রামে এ ঘটনা ঘটে।
এমদাদুল হক ওই গ্রামের ফজলুল হকের পুত্র।
জানা গেছে, এমদাদুল সকালে বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্পে পানি দিতে যান। এ সময় সেচ পাম্প চালু করতে গেলে তার হাত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে মারাত্বকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
জেডএ