ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নোংরা পানিতে ডুবেই থাকে মেরুল বাড্ডার সড়ক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
নোংরা পানিতে ডুবেই থাকে মেরুল বাড্ডার সড়ক

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডার ব্যস্ততম আনন্দনগর প্রধান সড়কটি বছরের বেশিরভাগ সময় নোংরা পানিতে ডুবে থাকে। অথচ এ বিষয়ে কোনো ভ্রূক্ষেপ নেই সিটি কর্পোরেশনের।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, এদেশে পদ্মা সেতুর মতো স্থাপনা তৈরি হয়ে যায়. কিন্তু আনন্দ নগরের ৫০০ গজ সড়কের সংস্কার হয় না। সড়কটিদে সারা বছরই পানি জমে থাকে। পঁচা, দুর্গন্ধযুক্ত পানিতে মানুষের জীবন অতিষ্ঠ। এ সড়ক দিয়ে চলাচলের সময় লোকজন চরম ক্ষোভ প্রকাশ করেন।

জানা গেছে, মেরুল বাড্ডা থানা রোডের সামনে থেকে সড়কটি নীমতলী আনন্দনগর মন্দির হয়ে আলিফনগর, মদিনানগর, বেঠাখালী পর্যন্ত গেছে। সড়কটির দৈর্ঘ্য মাত্র আধা কিলোমিটার। কিন্তু অনেক বছর যাবত কোনো উন্নয়ন কাজ না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এলাকার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম কয়েকমাস আগেও বলেছেন তার এলাকায় কোথাও জলাবদ্ধতা থাকবে না। অথচ মেরুল বাড্ডার মতো এলাকার রাস্তার এই অবস্থা। এটা মেয়র সাহেব দেখতে পান না। তিনি শিগগিরিই সড়কটি মেরামতের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতি দাবি জানান।

সুমন মিয়া আরেকজন বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রিকশা ছাড়া হেঁটে এই সড়ক পার হওয়া যায় না। অনেক গরীব মানুষ আছেন যারা রিকশায় উঠতে পারেন না। তাদেরকে নোংরা পানির মধ্যে দিয়ে হেঁটে চলতে হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এমএইচ/এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।