ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের ভ্যাকসিনের স্বীকৃতি যুক্তরাজ্যের 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
বাংলাদেশের ভ্যাকসিনের স্বীকৃতি যুক্তরাজ্যের  ড. একে আব্দুল মোমেন

বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেটকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য।  ১১ অক্টোবর ভোর ৪টা থেকে এই অনুমোদন কার্যকর করবে দেশটি।

বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রক্রিয়া পর্যালোচনা করে যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

ন্যাম শীর্ষ সম্মেলন উপলক্ষে রোমানিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক বার্তায় বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান।  

এর আগে করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশি নাগরিকদের রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেই রেড অ্যালার্ট তুলে নেওয়া হয়। এবার টিকার বিষয়েও নমনীয় বলে জানান ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।