বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেটকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। ১১ অক্টোবর ভোর ৪টা থেকে এই অনুমোদন কার্যকর করবে দেশটি।
বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রক্রিয়া পর্যালোচনা করে যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
ন্যাম শীর্ষ সম্মেলন উপলক্ষে রোমানিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক বার্তায় বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান।
এর আগে করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশি নাগরিকদের রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেই রেড অ্যালার্ট তুলে নেওয়া হয়। এবার টিকার বিষয়েও নমনীয় বলে জানান ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসআইএস