চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে চাঁদপুরে মেঘনা নদী থেকে ১০ জেলেকে আটক করেছে নৌপুলিশ। একইসঙ্গে জব্দ করা হয়েছে ১১ লাখ মিটার কারেন্ট জাল ও মাছ ধরার চারটি নৌকা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত থেকে শুক্রবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত মেঘনার মোহনা ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
চাঁদপুর নৌ-থানা পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরা অবস্থায় ১১ লাখ মিটার কারেন্ট জাল, চারটি নৌকা ও ১০ কেজি ইলিশসহ ১০ জেলেকে আটক করা হয়েছে। জব্দ ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর জব্দ জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ চার নৌকা মৎস্য বিভাগে হস্তান্তর করা হবে।
এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক ১০ জেলের নামে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না পারেন, সে জন্য নৌপুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে।
উৎপাদন বাড়াতে গত ০৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসআরএস