ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

২৯টি অবৈধ ড্রেজার-বাল্কহেড জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
২৯টি অবৈধ ড্রেজার-বাল্কহেড জব্দ

চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীতে নৌ পরিবহন অধিদপ্তরের অভিযানে ২৯টি অবৈধ ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব নৌযান মালিকদের বিরুদ্ধে ২৯ মামলায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কারাদণ্ড দেওয়া হয় এক ড্রেজার শ্রমিককে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর নৌ-সীমানায় এ অভিযান পরিচালিত হয়। রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) বদরুল হাসান লিটন।

তিনি বলেন, দেশব্যাপী অবৈধ নৌযানের ওপর অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান পরিচালনা চালানো। অভিযানে যেসব বাল্কহেড ও ড্রেজারের বৈধ কাগজপত্র নেই, ফিটনেস ত্রুটি, চালক ও সুকানিদের লাইসেন্স নেই সে সমস্ত নৌ-যানের উপর নৌ-পরিবহন অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে চাঁদপুরে নৌ পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাবের সহায়তায় অভিযান চালানো হয়। একই সঙ্গে মা ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিন ড্রেজার বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে ১৭টি বাল্কহেড ও ১২টি ড্রেজার জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ ড্রেজার ও বাল্কহেড মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ মামলায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একজন বাল্কহেড কর্মচারীকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন অধিপদপ্তরের চিফ ইনস্পেক্টর সাইফুর রহমান, কুমিল্লা ডিএডি মো. আবু বকর সিদ্দিক, বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট আসামাতুল ইসলাম, চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, চাঁদপুরের জাহাজ পরিদর্শক মোহাম্মদ মিলনসহ নৌ পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাবের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।