চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীতে নৌ পরিবহন অধিদপ্তরের অভিযানে ২৯টি অবৈধ ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব নৌযান মালিকদের বিরুদ্ধে ২৯ মামলায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর নৌ-সীমানায় এ অভিযান পরিচালিত হয়। রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) বদরুল হাসান লিটন।
তিনি বলেন, দেশব্যাপী অবৈধ নৌযানের ওপর অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান পরিচালনা চালানো। অভিযানে যেসব বাল্কহেড ও ড্রেজারের বৈধ কাগজপত্র নেই, ফিটনেস ত্রুটি, চালক ও সুকানিদের লাইসেন্স নেই সে সমস্ত নৌ-যানের উপর নৌ-পরিবহন অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে চাঁদপুরে নৌ পুলিশ, কোস্টগার্ড ও র্যাবের সহায়তায় অভিযান চালানো হয়। একই সঙ্গে মা ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিন ড্রেজার বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে ১৭টি বাল্কহেড ও ১২টি ড্রেজার জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ ড্রেজার ও বাল্কহেড মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ মামলায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একজন বাল্কহেড কর্মচারীকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন অধিপদপ্তরের চিফ ইনস্পেক্টর সাইফুর রহমান, কুমিল্লা ডিএডি মো. আবু বকর সিদ্দিক, বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট আসামাতুল ইসলাম, চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, চাঁদপুরের জাহাজ পরিদর্শক মোহাম্মদ মিলনসহ নৌ পুলিশ, কোস্টগার্ড ও র্যাবের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনটি