ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

৪০ পদের জন্য প্রার্থী ৫০ হাজার!

জিএম মুজিবুর রহমান, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
৪০ পদের জন্য প্রার্থী ৫০ হাজার!

ঢাকা: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লিখিত পরীক্ষা হয়েছে। এ কোম্পানিতে লোক নেওয়া হবে ৩০-৪০ জনের মতো।

এ কজনের পদে পরীক্ষা দিয়েছেন প্রায় ৫০ হাজার চাকরি প্রার্থী।

শুক্রবার (০৮ অক্টোবর) এ পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। পরীক্ষা দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সামনে ভিড় করে চাকরি প্রার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীদের মধ্যে ছিলো না করোনা সচেতনাতা। অধিকাংশই মাস্কবিহীন কেন্দ্রের বাইরে পরীক্ষার প্রস্ততি নিচ্ছিলেন।

আল মাসুদ ফয়সাল নামে এক চাকরিপ্রার্থীর সঙ্গে কথা হয় বাংলানিউজের। তিনি বলেন, কেন্দ্রে এসে এতো মানুষের সমাগম দেখে অবাক লাগছে। কারো মধ্যে তেমন সেচেতনতা নেই। সারাদেশ থেকে প্রায় ৪৫-৫০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। তবে নিয়োগ হবে মাত্র ৩০-৪০ জন।

রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ ল্যাবরেটরি ইনস্টিটিউটের সামনে গিয়ে দেখা যায়, পরীক্ষা শুরু হওয়ার প্রায় ৩০-৪০ মিনিট আগে মূল ফটক খুলে দেওয়া হয়। তখন গেটের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। যেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। এসময় কেন্দ্রের গেটে পুলিশ, আনসার বারবার সতর্ক করলেও অনেকেই মাস্কবিহীন অবস্থায় কেন্দ্রে প্রবেশ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১

জিএমএম/এনএইচআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।