ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

৮৫০ টন সার নিয়ে জাহাজ ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
৮৫০ টন সার নিয়ে জাহাজ ডুবি ফাইল ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর চ্যানেলের পশুর নদীতে ৮৫০ মেট্রিক টন সার বোঝাই এমভি দেশবন্ধু নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।  

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরের দিকে নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি স্থানে ডুবো চরে আটকে তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা বাংলানিউজকে বলেন, সকালে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১৪ নম্বরে থাকা বিদেশি জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন সার (ড্যাপ সার) বোঝাই করে কার্গো জাহাজ এমভি দেশবন্ধু। পরে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাওয়ার পথে দুপুরের দিকে পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি এলাকার ডুবো চরে আটকে এবং তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজটি। তবে জাহাজের নাবিক ও শ্রমিকরা সাঁতরে নিরাপদে পৌঁছাতে সক্ষম হয়েছেন।  

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বাংলানিউজকে বলেন, যতদূর জেনেছি কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। ফলে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত স্থানে লোকজন পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে আসার সঙ্গে সঙ্গে কার্গো জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।