ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মদের কারখানা থেকে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
কেরানীগঞ্জে মদের কারখানা থেকে আটক ১

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পুড়াহাটি গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদের কারখানা আবিষ্কার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় গ্রামের ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে কামাল মিয়ার কারখানায় অভিযান চালিয়ে ১৬৫ লিটার মদ ও তিন বস্তা মদ বানানো কাঁচামালা উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূলহুতা কামাল ওরফে কালাম চোর পালিয়ে গেলেও তার সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরীর হাবিবুরের ছেলে কাওসারকে (৩২) হাতেনাতে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফিরোজ আলম মামুন।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোহিতপুরে পোড়াহাটি গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদের উপকরণসহ একজনকে আটক করে। এসময় কারখানার মালিক কামাল চোর পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।