ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে আল আমিন (৩২) নামে এক যুবকে বৈদেশিক মুদ্রাসহ আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির কাছে সৌদি, ইউএসসহ বেশ কয়েকটি দেশের বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করে।
শুক্রবার (৮ অক্টোবর) বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবরের নেতৃত্বে (এএসআই) সাকলাইনসহ বৈদেশিক মুদ্রাসহ আল-আমিনকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, বেলা একটার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে এসে থামে। সেই ট্রেনের যাত্রী ছিল আল আমিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন থেকে তাকে তল্লাশি করে এই বৈদেশিক মুদ্রার উদ্ধার করা হয়। যার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব এলাকায় বলে পুলিশ জানতে পেরেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এজেডএস/এসআইএস