পঞ্চগড়: জরুরি কোনো ডকুমেন্ট বা ফাইল হারিয়ে গেলে আমরা সাধারণত মাইকিংয়ের মাধ্যমে এলাকায় বিষয়টি অবহিত করতে শুনে থাকি। একই সঙ্গে সন্ধান দাতাকে পুরস্কারেরও করার কথা শুনি।
জানা যায়, নকিয়া-১১১৪ মডেলের মোবাইল ফোনটির মালিক তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের পাথর ব্যবসায়ী তহিদুল ইসলাম। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, মোবাইলে ব্যবসায়ীক কাজে ব্যবহৃত জরুরি নম্বরগুলো ফিরে পেতে তিনি এই পোস্টারিং করেছেন। যে মোবাইলটির সন্ধান দেবেন তার কাছ থেকে শুধু নম্বরগুলো নিয়ে ফোনটি তাকে ফেরত দেওয়া হবে।
এদিকে, শুক্রবার (০৮ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া বাজারে পোস্টারিংয়ের পাশাপাশি ফেসবুকে সেই পোস্টারের একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে লেখা, ‘গত- ০৫/১০/২০২১ তারিখে একটি নকিয়া মোবাইল হারিয়াছে। সন্ধানদাতা কে ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা পুরস্কার দেয়া হইবে। ’
যোগাযোগ: মেসার্স সারা ফার্মেসি
প্রো: মো. শাহাদত হোসেন
কথা হয় মেসার্স সারা ফার্মেসির প্রোপাইটর শাহাদত হোসেনের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, তহিদুল ইসলাম একজন স্থানীয় পাথর ব্যবসায়ী। গত ৫ অক্টোবর মোবাইল ফোনটি হারিয়ে ফেলায় ব্যবসায়ীক কাজে খুবই সমস্যায় পড়েন তিনি। যে কারণে মোবাইল ফোনটি ফিরে পেতে পোস্টারিং করে আমার দোকানের ঠিকানা দিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেওয়া জুলহাস উদ্দীন বাংলানিউজকে বলেন, মোবাইলটি চৌরাস্তা বাজারের রাজিউল মার্কেটে হারিয়ে যায়। তহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে ব্যবসা করতেন। এখন মোবাইলটি হারিয়ে তিনি খুবই সমস্যায় পড়েছে। কেউ যদি মোবাইলটির বিষয়ে খবর দেয় তবে নম্বরগুলো নিয়ে মোবাইলটি তাকেই ফেরত দেওয়া হবে। একই সঙ্গে তাকে ১৫০০ টাকা পুরস্কার করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনটি