কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাই হাট এলাকায় প্রেমিকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার এই অভিযোগ করেছে।
নিহত কিশোরীর নাম তুলি (১৮)। সে কুড়িগ্রাম শহরের পাঠান পাড়া এলাকায় তৈয়ব আলীর মেয়ে। অপরদিকে অভিযুক্ত প্রেমিক সোহাগ (২২) একই এলাকার আব্দুল হাকিমের ছেলে।
শুক্রবার (০৮ অক্টোবর) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার।
বাংলানিউজকে তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। সে গুরুতর আহত অবস্থায় ৮ দিন চিকিৎসাধীন ছিল। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঘুরতে যায় সোহাগ ও তুলি। সেখান থেকে কুড়িগ্রাম শহরে ফেরার পথে কথা কাটাকাটির এক পর্যায়ে টগরাই হাট এলাকায় একটি ব্রিজের ওপর তুলিকে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় সোহাগ। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এফইএস/এমএমজেড