বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে বায়জিদ (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুরের দিকে ইউনিয়নে চরামদ্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে চরামদ্দি মুগাখান মসজিদের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় বায়জিদ। পরে স্থানীয়রা পুকুরটিতে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পুকুর থেকে বায়জিদের মরদেহ উদ্ধার করেন।
চরামদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাউসল আলম লাল ঘটনা সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এমএস/এসআরএস