ঢকা: করোনা মহামারী মধ্যে বাজারে আপেল, আঙুর, মাল্টা, লটকন, কমলালেবু এবং আনারসহ অন্যান্য ফলের দাম ছিল ঊর্ধ্বমুখী। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায়, লকডাউন উঠে গেলে কিছুটা কমেছিল দাম।
শুক্রবার (০৮ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও শাহবাগে বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় প্রতিটি ফলেরই দাম বেড়েছে। কারণ হিসেবে খুচরা বিক্রেতারা বলছেন, ক্রেতাদের চাহিদা রয়েছে, কিন্তু যোগান কম। এ কারণে দাম বেড়েছে। আর করোনার রেশ এখনও আছে এই অঙ্গনে।
কারওয়ান বাজারের ফল ব্যবসায়ী মোস্তফা আহমেদ জানান, আড়তে এখন দাম স্বাভাবিক সময়ের তুলায় একটু বেশি। বিশেষ করে আপেলের দাম কম থাকলেও মানভেদে তা ওঠানামা করে। তবে বাজারে নতুন করে কমলালেবু আসায় মাল্টা ও কমলার দাম একটু বেশি।
ক্রেতারা বলছেন, শুধু ফল নয়, বাজারে সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। যদিও সবজির দাম কিছুটা কমেছে। কিন্তু ফলের দাম বেড়েছে অনেক। মাল্টার দাম প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা, আপেলের দাম কেজিপ্রতি ১৮০ থেকে ২২০ টাকা, দেশি কমলালেবু ২০০ টাকা এবং ভারতীয় কমলালেবু ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে এসব ফল ছাড়াও বাজারে আরও আছে লটকন, আনার এবং নাশপাতি। এছাড়া বাজারে শরিফা বা মেওয়া বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ টাকা, সবুজ আঙুর ৫০০ এবং লাল আঙুর ৪৫০ টাকা। গত সপ্তাহে প্রতিটি ফলের দামই ২০ থেকে ৩০ টাকা কম ছিল বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
রাজধানীর হাতিরপুল বাজারের ফল বিক্রেতা আকরাম হোসেন বলেন, শুধু আপেল বা কমলালেবু নয়, এখন আড়তে সব ধরনের ফলের দাম বেশি। আবার মাল আনার জন্য এখন ভ্যানভাড়াও বেশি দিতে হচ্ছে। এখানে আমাদের দোকানভাড়া আছে। আগের তুলনায় এখন বিক্রিও অনেক কম। সব খরচ যোগ করলে দেখা যাবে ২০০ টাকা কেজি আপেল বিক্রি করার পরও আমাদের খুব একটা লাভ হচ্ছে না।
আর ক্রেতারা বলছেন, অস্থিরতা বিরাজ করছে ফলের বাজারে। ইচ্ছেমতো দাম হাঁকাতে ব্যস্ত ব্যবসায়ীরা। কোথাও কোনো শৃঙ্খলা নেই। করোনার দোহাই দিয়ে এখনও ব্যবসায়ীরা চড়ামূল্যে ফল বিক্রি করে বেশি লাভ তুলে নিচ্ছেন। ক্রেতারা তাদের কাছে এক প্রকার জিম্মি হয়ে পড়েছেন।
এছাড়া ছোট ছোট ঝাঁকা এবং ভ্যানে করেও যেখানে সেখানে অলিতে গলিতে ফল বিক্রি করতে দেখা গেছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এইচএমএস/এমএমজেড