ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চাপ কম, পাটুরিয়া দিয়ে পার হচ্ছে ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
চাপ কম, পাটুরিয়া দিয়ে পার হচ্ছে ট্রাক

মানিকগঞ্জ: যাত্রীবাহী পরিবহন ও ছোট ব্যক্তিগত গাড়ির চাপ কমে আসায় পাটুরিয়া দিয়ে সাধারণ পণ্যবোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে।  

শুক্রবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ট্রাফিক পুলিশের টিআই শামিম হোসেন।

 

তিনি বলেন, সারাদিনই যানবাহনের বেশ চাপ ছিল। তবে বিকেলের দিকে যানবাহনের চাপ কমে আসায় এখন সাধারণ পণ্যবোঝাই ট্রাক পার করা হচ্ছে। বর্তমানে পাটুরিয়া ঘাট পয়েন্টে কয়েক শতাধিক ট্রাক রয়েছে। এই ট্রাকগুলো সিরিয়ালি ফেরিতে উঠছে এবং নৌপথ পার হচ্ছে।  

>>>পাটুরিয়ায় অপেক্ষায় হাজারো যান

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।