ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে বাসচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
বিজয়নগরে বাসচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় বাসচাপায় সাফায়েত উল্লাহ (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাফায়েত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চমুকপুর গ্রামের দক্ষিণপাড়ার জাহিদ মিয়া ছেলে।  

জানা গেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার টকিপুরা কওমি ইসলামিয়া মাদরাসা থেকে ছুটি নিয়ে বাসে করে বাড়ির দিকে যাচ্ছিল সাফায়েত। পথে ঘটনাস্থলে জুম্মার নামাজ পড়ার জন্য মহাসড়কের পাশে একটি মসজিদের সামনে বাসটি থামানো হয়। নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় একটি বাস সাফায়েতকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।