গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুৎফর রহমান মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৮ অক্টোবর) সকালে চরকুশলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছেলে সজিব মোল্লা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে লুৎফর টুঙ্গিপাড়ার খালেক বাজার থেকে আশ্রায়ণ কেন্দ্র এলাকার একটি দোকানে চায়ের দোকানে যান। এর মধ্যে কে বা কারা তার মোবাইলে ফোন দিয়ে তাকে ডেকে নেয়ে যান। পরে বাড়ির রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, লুৎফরের মাথার পেছনে, মুখ ও চোখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনটি