ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
টুঙ্গিপাড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুৎফর রহমান মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৮ অক্টোবর) সকালে চরকুশলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

লুৎফর টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের মৃত কুদ্দুস মোল্লার ছেলে।

নিহতের ছেলে সজিব মোল্লা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে লুৎফর টুঙ্গিপাড়ার খালেক বাজার থেকে আশ্রায়ণ কেন্দ্র এলাকার একটি দোকানে চায়ের দোকানে যান। এর মধ্যে কে বা কারা তার মোবাইলে ফোন দিয়ে তাকে ডেকে নেয়ে যান। পরে বাড়ির রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, লুৎফরের মাথার পেছনে, মুখ ও চোখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।