ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে ট্রাকচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
কমলনগরে ট্রাকচাপায় শ্রমিক নিহত প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকচাপায় মো. শফিক (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার চরবসু এলাকার হক সাহেবের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শফিক পার্শ্ববর্তী রামগতি উপজেলার আজাদনগর এলাকার বশির আহমদের ছেলে। তিনি কমলনগরের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।  

স্থানীয়রা জানান, বিকেলে আজাদনগর এলাকা থেকে হেঁটে চরবসু বাজারের দিকে যাচ্ছিলেন শফিক। পথে ঘটনাস্থলে এলে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।