ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভারতী নন্দী সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
ভারতী নন্দী সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (০৮ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দিনাজপুর থেকে নির্বাজিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দী সরকার বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শুত্রুবার দুপুরে দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশানঘাটে তার অন্তেষ্টিত্রিুয়া সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এমইউএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।