হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে এক মাসে ১০০টি স্বাভাবিক ডেলিভারি করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে এ ডেলিভারিগুলো সম্পন্ন করেন কেন্দ্রটির পরিদর্শিকা নুরজাহান বেগম।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে এক মাসে ১০০টি স্বাভাবিক ডেলিভারির ঘটনা সিলেট বিভাগে অনন্য। নুরজাহান এর আগে ৭ বার বিভাগের শ্রেষ্ঠ পরিদর্শিকার পুরস্কার পেয়েছেন।
নুরজাহান বলেন, চাকরিতে যোগ দেওয়ার পর থেকে দায়িত্বপ্রাপ্ত এলাকায় নবজাতকের মৃত্যুহার কমানোর জন্য আন্তরিকভাবে কাজ করছি। গ্রামের নারীদের গর্ভধারণের পর থেকে সন্তান জন্মের আগ পর্যন্ত সেবা দিয়ে থাকি। আগে কেন্দ্রটিতে মাসে ১০ থেকে ১২টি স্বাভাবিক ডেলিভারি হতো। এ সংখ্যাকে ১০০ পর্যন্ত নিতে পেরেছি।
বৃহস্পতিবার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সভায় পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা নুরজাহানকে অভিনন্দন ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. আব্দুর রহিম চৌধুরী, সাবেক উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা, সহাকরী পরিচালক মীর সাজেদুর রহমান, জেলা কনসালটেন্ট ডা. মো. আব্দুর রব মোল্লা, মা-মানি প্রকল্পের ব্যবস্থাপক এমআইএস শাকিল আহমেদ খান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পরিবার পরিকল্পনা বিভাগের জেলা কনসালটেন্ট ডা. মো. আব্দুর রব মোল্লা বলেন, নুরজাহান বেগমের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।
হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো। আব্দুর রহিম চৌধুরী বলেন, সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায় প্রাতিষ্ঠানিক স্বাভাবিক ডেলিভারি অনেক ভাল। একটা সময় এ জেলায় শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল কিন্তু এখন কমেছে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
কেএআর