ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার বার্ট চ্যাটারটন ডিকসন রবার্ট সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
শুক্রবার (৮ অক্টোবর) রাতে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ অক্টোবর সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার। সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন। এছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাজ্যের হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
এমইউএম/এনএসআর