ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সেনা প্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
সেনা প্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার বার্ট চ্যাটারটন ডিকসন রবার্ট সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ অক্টোবর সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার। সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন। এছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাজ্যের হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
এমইউএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।