জামালপুর: জামালপুরে আমেরিকান ১০০ ডলারের ২২টি জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
আটক আজগর আলী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৮ অক্টোবর) রাত সোয়া ১১টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার মাদারপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমেরিকান ১০০ ডলারের ২২টি জাল নোটসহ আজগরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে আমেরিকান জাল ডলার বিক্রয় করে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার নামে জামালপুর সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
এমইউএম/এনএসআর