হবিগঞ্জ: একটি আইসোলেটর মেরামত ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৯ অক্টোবর) শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দুটি সাব-স্টেশন বন্ধ থাকবে। ফলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহর ব্যতীত হবিগঞ্জের নয়টি উপজেলায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ট্রান্সফরমারকে নো লোড অবস্থায় বিচ্ছিন্ন করতে ব্যবহৃত আইসোলেটরে ত্রুটি দেখা গেছে। শনিবার এটি মেরামত করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একইসঙ্গে রক্ষণাবেক্ষণেরও কিছু কাজ চলবে। এজন্য জেলার হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে।
এ বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোতাহের হোসেন বাংলানিউজকে বলেন, পিডিবির আওতায় থাকা হবিগঞ্জ জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ থাকবে। তবে উপজেলাগুলোতে সংযোগ বন্ধ রাখা হবে। ৫ ঘণ্টা সময় লাগার কথা থাকলেও এর আগে কাজ শেষ করার চেষ্টা চলবে। এছাড়া শ্রীমঙ্গল বিদ্যুৎ উন্নয়ন উৎপাদন কেন্দ্র থেকে সংযোগ নিয়ে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
এনএসআর