ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে ঢুকে বাড়িতে হামলা বিএসএফের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
বাংলাদেশে ঢুকে বাড়িতে হামলা বিএসএফের

কুড়িগ্রাম: আন্তর্জাতিক আইন অমান্য করে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশে ঢুকে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (‌বিএসএফ) সদস্যরা। তবে ঘটনার পর পরই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকে ভুল স্বীকার করেছে বিএসএফ।

এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উত্তর কুটিচন্দ্রখানা রাখারজান গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যদের টানা হেঁচড়ায় বাড়ির মালিকসহ চার জন লাঞ্ছিত হয়েছেন।

সীমান্তবাসী সূত্রে জানা যায়, ওই দিন রাতে সীমান্তের আন্তর্জাতিক ৯৪১ মেইন পিলারের কাছে মাদক কারবারিরা মালামাল পাচারের সময় ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের সেউটি-২ ছাবরী ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে। তখন মাদক কারবারিরা বাংলাদেশের নাখারজান গ্রামে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ তাদের পিছু নেয়।  

পরে গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে মাদক কারবারিরা ঢুকেছে সন্দেহ করে দরজা খোলার জন্য চাপ দেয় বিএসএফ সদস্যরা। একপর্যায়ে বাড়ির মালিকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির দরজা ও টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা। এ সময় রফিকুল ইসলামের স্ত্রী মজিরন, ছেলে জিয়াউর রহমান ও তার স্ত্রী ইতি লাঞ্ছনার শিকার হন। পরে এলাকাবাসী এগিয়ে এলে বিএসএফ সদস্যরা ফি‌রে যায়।

হামলার শিকার বাড়ির মালিক রফিকুল ইসলাম বলেন, আমি বিএসএফকে বলেছি মাদক কারবারীরা আমার বাড়িতে ঢুকেনি। এরপরেও  তারা আমার বাড়ির বেড়া, টিন ও দরজা ভাঙচুর করেছে। আমার পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন ব্যবহার করেছে। পরে এলাকার লোকজন এগিয়ে এলে তারা দ্রুত ভারতে ফিরে যায়।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিরাজ উদ্দিন বাংলানিউজকে বলেন, বিএসএফ সদস্যরা দুই দেশের মাদক কারবারীদের ধাওয়া করার সময় ভুলবশত বাংলাদেশের ১৫ গজ ভেতরে প্রবেশ করেছে। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে।

লালমনিহাট ১৫ বিজিবির ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বাংলানিউজকে বলেন, আমরা প্রতিবাদ জানানোর কারণে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা ভুল স্বীকার করেছে। আর এ ধরনের ঘটনা ঘটবে না বলে জানিয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।