ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হাংরিনাকিতে ছাড়ের ছড়াছড়ি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
হাংরিনাকিতে ছাড়ের ছড়াছড়ি ...

ঢাকা: দেশের প্রথম ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান হাংরিনাকির অষ্টম জন্মদিনে ‘হাংরিনাকি বার্থডে ব্যাশ’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৩ সালে ফুড ডেলিভারি সেবা দেওয়া শুরু করেছিল দেশের শীর্ষস্থানীয় ফুড টেক কোম্পানি হাংরিনাকি।

শুক্রবার (০৮ অক্টোবর) শুরু হওয়া এই পাক্ষিক ক্যাম্পেইনটি চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। এই ক্যাম্পেইন চলাকালে হাংরিনাকিতে নিবন্ধিত হাজার হাজার রেস্তোরাঁর বিভিন্ন খাবারের উপর এই ছাড় পাবেন গ্রাহকরা।

হাংরিনাকির ক্যাম্পেইনে ১৫০টিরও বেশি বোগো অফার, প্রতিদিনের সর্বোচ্চ ফুড অর্ডারকারী সাকিব আল হাসানের সঙ্গে ডিনার করার সুযোগ পাবেন। এছাড়া হাংরিনাকির ফেসবুক পেজ থেকে ইনফ্লুয়েন্সারদের লাইভ স্ট্রিমিং এ অংশ নেওয়া দর্শকদের জন্যও রয়েছে আকর্ষণীয় গিফট ভাউচার।

শুধু তাই নয়, প্রথমবারের মতো হাংরিনাকিতে ফুড অর্ডারেও রয়েছে আকর্ষণীয় মূল্যছাড়। রয়েছে ৪৫, ৭৫ ও ১০০ টাকার বিশেষ প্ল্যাটফর্ম ভাউচার অর্ডারের সুযোগ। এছাড়া, পেমেন্ট পার্টনার বিকাশ এবং নগদের মাধ্যমে অর্ডারের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় এবং টেলিকম পার্টনার গ্রামীণফোন এবং বাংলালিংক গ্রাহকদের জন্য হাংরিনকি থেকে ফুড অর্ডারের ক্ষেত্রেও বিশেষ অফার পাবেন। সেই সঙ্গে ইনস্টাগ্রামে ফুড ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় গিফট ভাউচার এবং হাংরিনাকি ফ্যান ক্লাবে ফুড রিভিউ পোস্ট করেও গিফট ভাউচার জেতার সুযোগ রয়েছে।

হাংরিনাকির সিএমও মাশরুর হাসান মিম বলেন, দেশের বাজারে অনলাইনে ফুড অর্ডার এবং ডেলিভারি সেবা গত কয়েক বছরে ব্যাপক উত্থান দেখেছে। করোনা মহামারীর থেকে এই খাতের আরও বিস্তার ঘটেছে। শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের ৭ হাজারেরও বেশি রেস্তোরার ৩ লাখেরও বেশি ফুড আইটেম সফলভাবে দেশের ২০ লাখ ফুড প্রেমীদের দোরগোড়ায় যথাসময়ে পৌঁছে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।