ঢাকা: রাজধানীর অদূরে আমিন বাজার কয়লার ঘাট তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এদের মধ্যে দুই শিশু ও একজন নারী।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০মিনিটে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে কয়লার ঘাট তুরাগ নদে পাঠানো হয়। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
লিমা খানম বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে দুটি শিশু ও রুপায়ন নামে একজন নারী রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই ট্রলারে ১৮ জন যাত্রী ছিলেন। অন্যান্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল এখনো কাজ করে যাচ্ছেন।
** তুরাগ নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ৭
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এজেডএস/ জেডএ