বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মেরিনা খাতুন (৭১) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (০৯ অক্টোবর) সকালে উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেরিনা খাতুন বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে শৈলধুকড়ী গ্রামের মৃত মোজাফ্ফর আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ড এলাকায় মেরিনা খাতুন রাস্তার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠান।
শেরপুর গাড়িদহ হাইওয়ে ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এমআরএ