খাগড়াছড়ি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন মাঠে ড্রিল সেটে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আব্দুল আজিজ। খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান (অপরাধ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য, নয় থানার অফিসার্স ইনচার্জ, পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং বিভিন্ন মসজিদের ইমামরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা সভায় অতীতের ন্যায় যেন এবার খাগড়াছড়িতে শাান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে পূজা উপযাদন করা হয়, সে বিষয়ে মতামত দেন। এ বছর খাগড়াছড়িতে একটি ঘট পূজাসহ ৫৫ পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এডি/এমআরএ