জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে সাব-মার্সিবল পাম্প যন্ত্রের মাধ্যমে বাড়ির পাশের একটি পুকুরে পানি তুলছিলেন। উদ্দেশ্য পুকুরটি ভরাট করে বাড়ির সীমানা বাড়াবেন। এ সময় অসাবধানতাবশত পাম্প যন্ত্রের বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আলম হোসেন মৃধা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এসআরএস