ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
অভয়নগরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

যশোর: যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় ইমাজ রহমান জিসান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার তালতলা এলাকায় আকিজ জুটমিল সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জিসান উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে। জিসান পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার বুলবুল আহমেদ জানান,  সকাল ১১টার দিকে একটি মোটরসাইকেল আকিজ জুটমিল সংলগ্ন রেলক্রসিং পার হচ্ছিল। এসময় যশোরগামী ‘রকেট এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে মোটরসাইকলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আহত জিসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। অসাবধানতার কারণে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরিবিভাগের চিকিৎসক ইসফাত শারমিন দিপ্তী বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় আহত জিসান নামে রোগীকে হাসপাতালে আনা হয়। এর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।