ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
সিদ্ধিরগঞ্জে ২ মাদক বিক্রেতা আটক সিদ্ধিরগঞ্জে ২ মাদক বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে দু’জন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

শনিবার (০৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

 

এর আগে শুক্রবার (০৮ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে রফিক মিয়া (৩৫) এবং তাহের মিয়া (৪৪) নামে দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১০ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।  

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিল।  

আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।