ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তুরাগে ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৫

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
তুরাগে ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৫ ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গাবতলীর তুরাগ নদে ট্রলার ডুবে শিশুসহ সাতজন নিখোঁজ হওয়ার ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।

শনিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে দেখা গেছে তুরাগ নদের দীপ নগর এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সদস্যরা।
এর আগে ভোর ৫টার দিকে তুরাগ নদের দীপ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে আমিনবাজার থেকে গাবতলী কয়লার গুদামে কাজ করার জন্য ১৮ জন শ্রমিক নিয়ে রওনা দেয় ট্রলারটি। পথে বালু ভর্তি একটি বাল্কহেড ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় দুই নারী ও পাঁচ শিশু।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ পর্যন্ত চার শিশু ও এক নারীসহ মোট পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের উদ্ধারে ডুবুরিরা কাজ করছেন।

** ট্রলারডুবি: স্রোতে উদ্ধার অভিযান ব্যাহত 
** তুরাগে ট্রলারডুবি: ৩ জনের মরদেহ
** তুরাগ নদে ট্রলারডুবি, নিখোঁজ ৭


বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।