নরসিংদী: নরসিংদীর শিবপুরে সিএনজি চালিত অটোরিকশা চাপায় সোফিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (০৯ অক্টোবর) দুপুরে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের উপজেলার কুমরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোফিয়া বেগম উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরানদিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি তার এক অসুস্থ স্বজনকে দেখতে নরসিংদী সদর হাসপাতালে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, শিবপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ইটাখোলার দিকে যাচ্ছিল। দুপুরে কুমরাদী এলাকায় পৌঁছানোর পর অটোরিকশাটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে পাশাপাশি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং অটোরিকশাটি উল্টে যায়। তখন ওই অটোরিকশায় থাকা সোফিয়া বেগম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান খান বাংলানিউজকে বলেন, ওই নারীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এনটি