ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিকাশে ভাড়া নেবে ওভাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
বিকাশে ভাড়া নেবে ওভাই

ঢাকা: এখন থেকে বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে অ্যাপের মাধ্যমে গাড়ি ও সিএনজি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ওভাই’ এর বিল।

সম্প্রতি বিকাশ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে ভাড়া দেওয়ার এই সেবা চালু করেছে দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওভাই।

ফলে, নগদ এবং ভাঙতি টাকার ঝামেলা ছাড়াই রাইডের ভাড়া দেওয়া যাবে আরও সহজ, দ্রুত ও নিরাপদে।

এবিষয়ে বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, ‘ওভাই গ্রাহক ও রাইডারদের ‘ক্যাশলেস পেমেন্টে’ যাত্রায় অনন্য অভিজ্ঞতা এনে দেবে বিকাশের সহজ, নিরাপদ তাৎক্ষণিক পরিশোধ পদ্ধতি। ’

 

এছাড়াও ওভাই রাইড নেওয়া বিকাশ গ্রাহকরা পাবেন নিরাপত্তার পাশাপাশি দারুণ সব ডিসকাউন্টও। ওভাই চালকেরা গ্রাহকদের নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলে ডিজিটাল পেমেন্ট করতেও উদ্বুদ্ধ করবেন।

ঝামেলাবিহীন এবং নগদ টাকা ব্যবহারের ঝুঁকি থেকে মুক্ত হওয়ায় ওভাইয়ের সঙ্গে নিয়মিত সেবা দেওয়া চালকরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিকাশ ডিজিটাল পেমেন্ট সলিউশনের মাধ্যমে ওভাইয়ের দ্বারা ডিজিটাল পদ্ধতিতে সবচেয়ে কম সময়ে আয় হাতে পেয়ে যাওয়া তাদের জন্য অন্যতম স্বস্তির বিষয় হয়েছে।     

ওভাই সলিউশন্স লিমিটেডের অর্থ বিভাগের প্রধান আজিজুর রহমান বলেন, ওভাই-এর বিকাশ বা ভিসার মাধ্যমে কন্ট্যাক্টলেস পেমেন্টের ডিজিটাল পদ্ধতি বেছে নেওয়া মূলত বর্তমান সময়ে যাত্রী ও চালকদের নিরাপদ রাখার প্রয়োজনীয়তাকেই ফুটিয়ে তুলেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এসই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।