ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় শফিকুল ইসলাম ওরফে ফারুক মৃধা (৪০) নামে মাদকাসক্ত ছেলেকে ১২ পিস ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দিলেন মা।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে আটক ফারুককে ফরিদপুরের আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার দিঘীরপাড় গ্রামের এক মা তার ছেলেকে মাদকের নেশা থেকে ফেরানোর জন্য বহুবার চেষ্টা করেও মরণ নেশা থেকে ফেরাতে পারেননি। ফারুক ইয়াবা সেবন করে তার মা ও তার সন্তানের ওপর বিভিন্ন সময়ে মরধরসহ মানসিকভাবে নির্যাতন করতো।
একপর্যায়ে শুক্রবার ফারুকের কাছে ইয়াবা দেখে চিৎকার দিয়ে লোকজনকে জড়ো করেন ওই মা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ছেলে ফারুককে আটক করে ভাঙ্গা থানায় সংবাদ দেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সামনে থেকে ফারুককে ১২ পিস ইয়াবাসহ আটক করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ওই ছেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে ফরিদপুরের জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
আরএ